।। ছাপোষার অন্ত্যমিল।।

খেলা জমে রাজায় রাজায়।
খেলাটা মন্ত্রীর, খেলাটা রাজার  ।
রাজা আসে, রাজারই থাকে, রাজারাই কেবল থাকুক!
অবলা সৈনিক বিলোক জীবন, রাজার সুরক্ষায়।
অবলা  সৈনিক বিলোক জীবন, রাজারই প্রতিক্ষায়।

শেষ পাতে সৈনিক যাবার নিয়ম কানুন আছে !
যদিও  দেখিনা তেমন, সচরাচর।
কালেভদ্রে কখনও যদি  পৌছে যায়,
তখন সে জীবন, মূল্যবান মন্ত্রীর  মুক্তিপন।
রাজাদের খেলা, খেলুক রাজা, খেলুক মন্ত্রি , ইচ্ছেমত ..।

অতিরিক্ত আমাদের, ছাপোষা জীবনে
কাকতালীয় অন্তমিল, বয় শতাব্দী শতাব্দী।
যদিও ইতিহাসে কালেভদ্রে পাওয়া যায় দাসেদের নাম,
যদিও মহাকাব্যে রাজাদের নাম অক্ষয়,
তবু, "প্রভু হতে নেই। প্রভু আছেন। মানুষেরা প্রভু নয়।"

১৬/০১/২০১৭