তোমার সৌন্দর্যে মুগ্ধ হবার অধিকার
নগণ্য মানুষেরও আছে।
তুমি সৌন্দর্যের  দেবী বলে
ফিরিয়ে নিওনা মুখ,
প্রিয় আফ্রােদিতি,আফ্রোদিতি।