তুমি যদি আমার না হতে,  
তুমি যদি আমার না হতে, হৃদয়ে বাজতো না গান,  
শীতল বাতাসে বিলীন হতো আশা,  
কখনো মেঘে ঢাকা চাঁদ, কখনো নুয়ে পড়া ঘাস, কখনোবা অতৃপ্ত নদের ঢেউয়ে মোড়ানো হতাশা।

তুমি যদি আমার না হতে,  
তুমি যদি আমার না হতে, দিনের আলো হতো নিভু,  
রাতের আঁধারে ছড়িয়ে যেত মেঘের আচ্ছাদন,  
কখনো অতল, কখনো কৃত্রিম, কখনোবা বেসুরো বীণার সুর।

তুমি যদি আমার না হতে,  
তুমি যদি আমার না হতে, স্বপ্ন হত অধূর,  
বৃষ্টির ফোটায় লেখা হত কেবলই ঝাপসা কথা,  
কখনো পথ হারা পথিক, কখনো বাধাপ্রাপ্ত যাত্রী, কখনোবা নিষ্ফল যাত্রা।  

তুমি যদি আমার না হতে,  
তুমি যদি আমার না হতে, জীবন হত শূন্যতার কাব্য,
আবেগের সুর প্রতিধ্বনি হতো দিগন্তের দেয়ালে,
কখনো উষ্ণ দুপুর, কখনো নিস্তব্ধ রাত,
কখনোবা মিলিয়ে যাওয়া স্মৃতিতে খুঁজে ফিরতাম আপন খেয়ালে।