তুমি যদি আমার না হতে,
তুমি যদি আমার না হতে, সুর তুলিতাম,
গুনগুনিয়ে কাব্য জপন হতো দিবা রাত্তির স্বভাব,
কখনো পঙ্কজ, কখনো নিশাকর, কখনোবা আমানিশার সাথে ভাব।
তুমি যদি আমার না হতে,
তুমি যদি আমার না হতে, দিক হারাতাম,
এলোমেলো পথ চলা হতো নিত্য দিনের কাজ,
কখনো শার্লক, কখনো মিসির, কখনোবা হিমুর সাজ।
তুমি যদি আমার না হতে,
তুমি যদি আমার না হতে, রাত জাগিতাম,
এলোমেলো ভাবনার জগতে হতো পদচারণা,
কখনো দুঃস্মৃতি, কখনো আক্ষেপ, কখনোবা ফিরে পাবার তাড়না।
তুমি যদি আমার না হতে,
তুমি যদি আমার না হতে, অসংখ্য ভুল করিতাম,
রঙ হীন জীবনের যাত্রা হতো গন্তব্যহীন পথে,
কখনো উন্মাদ, কখনো সাধক, কখনোবা ভবঘুরে দের সাথে।