টুঁটি চেপে ধরে কণ্ঠ রোধ হয়, গণতন্ত্র নয়;
শ্বাসনালীতে যাতনা বোধ হয়, নিঃশেষ হয়না ভয়;
নিপীড়ন আর বর্বরতা কেবল ফুটিয়ে তোলে দম্ভ,
প্রস্ফুটিত নব জোয়ারে ঠাই হারায় স্তম্ভ;
চার দেয়ালের বন্দীশালায় দমিয়ে রেখে শত বীর,
পরাজয়ে শুধু কালক্ষেপণ হয় অদৃষ্ট হয়না স্থির;
দম্ভ চূর্ণ হওয়া প্রকৃতির চির অনিবার্য রায়,
তবু যুগে যুগে স্বৈর রা ফেরায় অপকৃষ্ট অভিপ্রায়।
ফুটনোট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে এক দফা দাবিতে দীর্ঘ সতেরো বছরের গণতন্ত্রবিরোধী স্বৈরাচার সরকারের অবসান।