কত কবির হয়েছো কাব্য,
কত শিল্পির তুলিতে রাঙিয়াছাে;
কত বাদকের হয়েছে বাদ্য,
কত গায়কের সুর হয়েছাে।
কত যােদ্ধা দিয়েছে রক্ত,
করতে স্বাধীন তােমায়;
সাধ্য কার হারাবে কান্ডারী,
কেইবা তাদের দমায়।
ভােরের সূর্য উঠেছে আজও,
উঠেছিলো যেমন অইদিন;
তফাৎ শুধু এতুটুকুই যে,
আজকে তুমি স্বাধীন।
পরাধীনতার শিকল ভাঙলাে যারা,
বীর তাে আজ তারাই;
তাদের ত্যাগেই তােমার বুকে,
মাথা তুলে দাঁড়াই।