নিস্তব্ধ নগরী, ঘুমন্ত বিবেক,
শান্তি যেন ম্রিয়মাণ;
মানবতার মোড়ক ছিন্ন হয়ে,
ধ্বনিত হয় দ্বন্দ্বের গান।
বদলাচ্ছে মুখ, বদলাচ্ছে রূপ,
ছুঁয়ে যায় শুধুই নষ্টতা;
তলিয়ে যাচ্ছে সত্যের স্রোত,
পথ সঙ্গী কেবল ভ্রষ্টতা।
ভুলে গেছি আমরা, সভ্যতার পথ,
করছি শুধুই স্বার্থের খোঁজ;
অহংকারের জাল ছড়িয়ে,
দর্শাচ্ছি কেবল অন্ধকার রোজ।
আসুক আবার সত্যের প্রভা,
মিটে যাক শত দ্বন্দ্ব;
সৃষ্টি হোক প্রেম, শান্তির সুর,
জীবন হোক দ্যুতির ছন্দ।