জন্মিলাম কেন?
-মরিবার তরে;
অকাতরে?
-কি আর এমন, অনেকের ভিড়ে;
বাঁচতে চাওয়া অপরাধ তবে?
-কটি প্রাণ গেলে কি'বা হবে;
ধরণীর বুকে আপন কারা?
-গা বাঁচাতে সবার ভীষণ তাড়া;
দৈনিকের পাতায় শিশু লিখা যে!
শিশু গাত্র বুঝি আকাঙ্ক্ষিত?
-কবে দেখেছো গর্হিত কাজে
দোষী হয়েছে দন্ডে দন্ডিত;
আইন তবে কাদের জন্য?
-যারা বাবুদের আদেশ করে অমান্য;
বিচারের দাবিতে আন্দোলন বুঝি?
-জনতার আবেগে গণমাধ্যমের রুজি;
দেশ কি তবে শাসন ছাড়া?
-ক্ষমতার বদল খুব হয়েছে,
হয়নি সংস্কার আইনের ধারা;
কেমনে তবে আইন গড়ে?
-দীর্ঘ মেয়াদি ক্ষমতার তরে;
বিপ্লবীদের রক্ত গুলি?
-দিন ফুরোলেই পথের ধুলি;
জন্ম বুঝি আজন্ম পাপ?
-মানব জন্ম ই শেষ পরিতাপ।
ফুট নোট: নিজ দুলাভাই দ্বারা শিশু আছিয়ার ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাচেষ্টার আলোকে রচিত।