এ পাড়ে তনু, ওপাড়ে মৌমিতা,
কালে কালে সরব জাগ্রত জনতা;
সব নাকি মানব! কোথায় মানবতা?
"উই ওয়ান্ট জাস্টিস" দেখে কি বিধাতা?
জমা হয় আর্তনাদ, ছেয়ে যায় বিষাদের মেঘে,
থেমে থেমে প্রতিবাদ, চিরকাল ব্যর্থ অমোঘে;
বায়ু থেকে ধূলিকণা, নারকীয়তায় ক্লান্ত,
সময়ের রব উঠেছে, চাই সে দৃষ্টান্ত;
যে দণ্ডে দণ্ডিত হলে প্রকম্পন হবে শান্ত,
দৈনিকের পাতায় শিরোনাম হবে, নরপশু নেই জীবন্ত।
ফুটনোট : কুমিল্লা সেনানিবাসে সংঘটিত ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডে তনু ও ওপার বাংলার চিকিৎসক মৌমিতার ন্যায় অসংখ্য নৃশংসতা পরবর্তী বিচারহীনতার আলোকে।