আমার জমাট বাঁধা রক্ত গুলো
ফুটছে ! আজ গাঢ় অন্ধকারে !
বিন্দুবাসিনী অলীক কল্পনা-
ধ্বংস হচ্ছে , সৃষ্টির শুরুতে।
নষ্ট বক্ষে পচন ধরে না।
যা জ্বলে তার ক্ষয় নাই,
যে জ্বলে তার ক্ষয় নাই।
বুঝেছে হৃদয় মুছেছে সদয়।
তার ভূমিতে সে সুখী,
আমার ভূমিতে আমি-
দুঃখের চাষি। তবু হাসি।
রক্ত হাসি। সুখে ভাসি।
( অসমাপ্ত )