ভেবে ছিলাম এটাই হবে শেষ রাত্রি,
কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ
জাগতে হবে-হোক না তা মনের বিরুদ্ধে
হোক না তা তোমার নীলাভ চোখের কারনে ।
ভেবে ছিলাম ভুলে যাবো,
নিজের অজান্তে পরিনামের শেষ দেখে ?
কিন্তু হল না,কিছুই হল না ।
যার জন্য নিজ দেহ, ত্রি-নয়নে রাখা-
রক্তক্ষরন । বিষাদ চোখ আর তোমার উপহাস ।
ভেবে ছিলাম,আমি যে শুধুই ভেবেই ছিলাম,
রাত-দিন এক করবো পাহাড় ভাঙবো
উপহাস - এই গুলো যে আবেগ,
লোকে শুনলে যে হাসবে, বলবে তুঁই-
কাঁদতে জানিস । ভালবাসতে জানিস ।
আমি যে বলবো,
রাতের শেষে যখন সকাল হাসে-
তখন আমার মুখ দেখো।আমি যে ভোর ভালোবাসি।
সত্য সুন্দর ভোর। মায়ের চোখে প্রথম দেখা ভোর।
আমিও যে ভালোবাসতে জানি-
শুধু আমি ভালবাসতেই জানি ।