অঘোরে বিভোর হাওয়া, প্রেম যমুনার কূল
ফুটিয়াছে নীল পদ্ম, ভাঙিয়া আপন ভুল
মনে যে আশা পূজিবে দেবতা,তুস্ট নীলমনি
ধরিবে চরন বাধিয়া ভূবন, সকল করে তাহারি!!
মরনে প্রনয় জ্বালা, সপিয়া পদ তলে!!
আধারে পথিক মম, নত হিয়ার দলে!!!
গেথেছে ফুল, হয়ে ব্যাকূল, রাখিবে ওই যুগলে
নব অনুরাগী দিয়েছে সবি, করুনা হস্তবলে।
দেবতা আজ পাথর সম দোয়া নাহি তাহার
পবনে শ্রাবন ঝরায়, বুঝে না সেকি আর
বর্ন হারা কর্ন তাহার,উদায় না যে মন
ভ্রান্ত আজ রবিকরে সদায় এ সাধন!!
কাদিয়াছে নীল পদ্ম,দেবতার সনে
প্রনয়ে বাধিবে সুর, সপ্তডিঙার মাঝে!!
নিবিরে প্রেম ছোয়া, ত্যাগীয়া ভূবন
গড়িয়াছে সুখ বনে, পতিতের জীবন!!
দেবতা আজ অতিশয় চালাক বড়
সমনে বলছে আজ ফুলের সনে,
কথিত পদ্ম তুমি জন্ম হেয় গৃহে
পরমে হস্ত কেন আমার সনে!!!!
জন্ম আমায় জলে ভাসায়, পূজার মধ্যমনি
আপনার চরনে থাকিবো আমি, সদায় হাসি!!
রাখিবো করে যে আমার ভূবনের ভূবন
ত্রি-নয়নে বাধিয়া করিবো প্রেমের পূজন!!
দেবতার মনে তবু হিত না জাগিলো
প্রীতি-ডোরে তাহার পদতলে ঠাই না মিলিলো!!
তুচ্ছ করিলো সে যে ফুলের পূজন
পলকে উপনীত বিষাদের বিশ্ব-ভুবন!!
ক্ষনকালে দিবা-শশী জাগিলো গগনে
রোদনে শিশির বিন্দু ফুটিলো ঘাসে!!
প্রলয় শুরু করিলো দখিনা হাওয়া
ভুবনে যা আছে তাকি মিথ্যা ভালোবাসা!!
মরমে শুকাইলো ফুলের জীবন
তবু নাই পাইলো সে দেবতার চরন!!
বাধিয়া ছিলো যে বুক সুখের তরে
নষ্ট হইলো তা দেবতারি সনে!!
নিঝুম আজি প্রেম জলে,ভাসিলো পদ্ম আপন মনে
যে রুপেতে বান ডাকিয়াছিলো, জন্ম তার যার সনে!!
শেষ-নিদ্রার যাত্রাকালে, দেবতার সাথে দেখা মিলে
বলিল ফুল, তুই যে ব্যাকুল,পতিত বানাইলি মরে
নম হাতে বর দিলাম,থাকিবি সাদাই মর হৃদয়ে!!