প্রমিত আমি কী আমি -
কিছুতো জানা এখনো বাকি
শুধু নীল অরণ্য হয় না .. অরণ্য রক্তিম
কত ছায়াপথ পাড়ি দিয়ে -কত ক্লান্ত শরীর
আমি কী নীল নির্বাসনে যাবো !!
হে প্রমিত আমি কী আমি -
আমাকে মুক্ত করো হে আমি
ছিন্ন করো আমায় ..... আমায় হতে
রুদ্র আমি যে আমার খরতাপে ,
বহ্নিশিখা উভয় দাড়ে জ্বলছি জন্ম থেকে ।
আমি মুক্তি চাই ।।
হে আমি-
তুমি কী চাও আমি নীল নির্বাসনে যাই ,
তুমি কি চাও আমায় হয়ে .....আমি হতে ,
তুমি কি চাও রাত্রি হয়ে আবার আমি অন্ধকারে !!
তুমি কি চাও - তুমি কি চাও !!
হে আমি -
আমি যে শুধু তোমায় হতে মুক্তি চাই
আমি নীল নির্বাসনে যেতে প্রস্তুত ।।