ক্রান্তিকালে উদয়াস্ত রবিকর হিয়া
  শুদ্ধ জলে বিষয়াসক্ত মেঘালয়া,
তবু কেনো! সংরূদ্ধ নয়নার কায়া,
কিঞ্চিত যে ধন বাধিয়াছিলি,
     বঞ্চিতা কেন তব হৃদ সমুদ্রতটে  
হীনো কেন বাতাস বহিয়াছে আজ-
       পূন্য বনে কি শুধু তাহাদের বাস?
যাহারা আয়নার ছলে জলচ্ছল!!
তাহারা তো মানুষ, তাহারা শুধু মানুষ
তাহারা কি বনে গিয়াছিল?
         আগুন ঝরা ফাগুন বনে!!
যেখানে বৃক্ষ পুড়িয়াছিল ফুলের তরে,
যেখানে যজ্ঞ হয়েছিলো শুধু অপক্ব,
আমি জানি, তাহারা যাইনি।
তাহারা,
শুধু আয়নার সামনে খেলা করিবে,
জলের চ্ছলে সচ্ছল অচ্ছল খেলা..
আয়ানা যদি হবি-
তবে কেন শূন্যগর্ভে আসীম দেহধারণ।।