প্রান্তে দাঁড়িয়ে আছি আমি দাঁড়কাক,
শুন্য—মহাশুন্যে মিলিয়ে যাচ্ছে গোলাকার এই শহর,
ডুবে যাচ্ছে শিশির ভেজা শৈবাল দেয়াল ... নতুন রঙে;
হলদে ল্যম্পপোষ্ট গুলো সেজেছে সাদা বধূর সাঝ-
শুধু প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আছি আমি দাঁড়কাক ।
কিছুটা অস্পষ্ট ধ্বনি শুনি যখন----ঝাক বাধে মানুষের দল,
মনে সাহস জাগে, এই বুঝি জাগ্রত শহর- ভাঙবে অপরাধীর হাত ,
প্রগতি যদি প্রহরেই আসে,তবে যাক কিছু রক্ত তবে যাক ,
প্রান্তে দাঁড়িয়ে আছি আমি দাঁড়কাক......
বৃষ্টিতে ভিজে যাক কাঁচের দেয়াল, ফুটুক কিছু ফুল জীবনের আশায় ;
আমাদের হয়ে হবে যখন আমাদের জন্ম, কিছুটা বিশ্বাস তাদের জন্য...
হয়তো আমি ক্ষন জন্মা কিছু দেখবো না আর
কেমনে হয় মানুষের সাথে মানুষের ভাব ।।
আমি যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছি একলা দাঁড়কাক......
আমার সাথে কেউ নেই, আমার বিশ্বাসে কেউ নাই;
সবাই চিনে আমি দাঁড়কাক...
তবুও দাঁড়াই রাস্তায় রাস্তায়--- কন্ঠ মিলাই সহজ ভাষয় ;
সপ্নে শুধু স্বপ্ন মিলাই---- নতুন কিছুর হবার আশায় ।।