সুর তুলেছে কোকিল কন্ঠী
বসন্ত এসেছে আবার ফিরে,
বইছে আজ ফাল্গুনী হাওয়া
উতলা হয়েছে উদাস মন,
জবা শিমুলের মিষ্টি সুভাসে
কৃষ্ণচূড়ার সবুজ ডালে রক্তপুষ্প,
রঙ্গিন প্রজাপতি ডানা মেলে
পুষ্প-কাননে যায় মধু আহরনে,
কুঁড়ি মুকুলের সু-মধুর ঘ্রাণে
তৃপ্তির সাধ জেগেছে আজ
সকল বাঙ্গালীর হৃদয় প্রাণে,
বৃক্ষাদি নতুন পাতার সাজে
চারদিকে চির সবুজের জাগরণ
নতুনের জয়গান,নবীনের আগমন
স্নিগ্ধ বাতাসের নতুন শিহরণ
মাতিয়ে তুলেছে প্রতিটি প্রান্তর।
হৃদয়ে বাসন্তী রঙ্গের ছড়াছড়ি
অনুপম সোন্দর্যের এই মাধুরী
নর-নারীদের হলুদ সাজে,
খোঁপায় বাঁধা বাহারী ফুল
নতুন সাজে বসন্তের ঋতুতে।
আপন মহিমায় অপরুপ সোন্দর্য ভরা ঋতুরাজ এই বসন্ত,
বাঙ্গালীর প্রাণে এল নিয়ে বসন্তোৎসবের অনাবিল আনন্দ।