চাঁদের কন্যা
সোহানুর রহমান
আমি দেখেছি তাহারে বহুবার মোর স্বপনে
তাহার তরে প্রেমের বীজ বুনেছি বহু যতনে
খোঁপায় বেলি ফুল,নীল শাড়ি তাহার পড়নে
শিহরণ জাগে তাহার নুপুর পড়া পায়ের চলনে।
হরিনীর চাহনি তাহার,সে যে রুপবতী অনন্যা
মুগ্ধ হয়ে চাহিয়া দেখি,সে যে কোন চাঁদের কন্যা।
মোর মনের পিয়ানোতে বাজিছে প্রেমের সুর
জানি না সে কোথায় আছে,কোন অচীনপুর?
আমার এই ভালবাসা নয় কোন তাসের ঘর
এই প্রেম হতে দিব না বৃথা,আসুক যত মহীধর,
চাঁদের কন্যার অপেক্ষায় আজও আমি অস্থির
তাহার লাগি আজ আমি হয়েছি যুধিষ্ঠির।