সত্যেরে দিতে না পার দাম
মিথ্যা হরণ করবে তোমার মান
প্রশ্রয় দাও যদি কখনো মিথ্যারে,
মনুষত্ব্য হারাতে হবে চিরতরে
গাইতে না পার সত্যের জয়গান
তবে অবিশ্বাসী হবে তোমার নাম,
না যেতে পার সত্যের মিছিলে
আটকা পড়বে মিথ্যার শিকড়ে।
যদি মানতে না পার সত্যধর্ম
মিথ্যা হবে তোমার সকল কর্ম,
না হতে পার সত্যের উপাসক
মিথ্যা হবে তোমার শাসক,
এসো তবে সত্যের জয়যাত্রায়
মিথ্যাকে ঘৃণা কর অতিমাত্রায়।