ছড়া কবিতা:

ভূতের বাড়ির ভূত
বিরাট এক অদ্ভুত,
তার লম্বা লম্বা টুথ,
সে কানা ভুতের পুত।

এসে গভীর রাতে
বসে পুকুর ঘাটে
কাঁপিয়ে দিত বুক।
সে কানা ভুতের পুত।

ফোকলা দাঁতে হেসে
চমকিয়ে দিত এসে।
আর খেত শুধু দুধ
সে কানা ভূতের পুত।

সভ্যতার জালে ফেঁসে
হারায়েছিল  নিজ দিশে।
আড়ালে সে আছে মিশে
আসে না আর ভুত বেশে।