বিশ্ববিদ্যালয় পড়ুয়া সামাজিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।জন্ম:০৫/০২/১৯৯৪ চট্রগ্রাম জেলার মীরসরাই থানার মঘাদিয়া গ্রামে।আমি প্রতিষ্ঠিত কোন কবি নই।পড়াশুনার পাশাপাশি শখের বসে কবিতা,প্রবন্ধ,স্যাটায়ার এসব লেখালেখি করি।এ পর্যন্ত আমি ২০ টি কবিতা ও দুটি প্রবন্ধ লিখেছি।যেগুলো কয়েকটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।ফেবলস্ ব্যান্ড দলের সাথে ও একটি আউট সোর্সিং ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি।প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি খুব একটা আস্হাশীল নই।আমি হলাম সেই স্রোতের পথিক বিশ্বজোড়া পাঠশোলা মোর সবার আমি ছাত্র।
আলোচনাটি ৫৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৫/০২/২০১৫, ১৪:৩২ মি: