ডাক দিয়েছে তোদের মাঠের সবুজ ঘাস,
খেলা ছেড়ে আজ শুধু কেন পড়তে যাস?
ভর করেছে তোদের উপর সভ্যতার ভূত!
ভুতে পাওয়া ছেলের দল, হবি বড় খুব।
সব হারিয়ে তোরা যাবি আকাশ ফুরে,
সুযোগ পেলে সভ্যতা থেকে একটু দুরে।
আয় ছেলে,আয় মেয়ে,মেয়েছেলের দল
ছোটার এই যুগে মাঠেই আজ ছুটবি চল।
তোরাইতো আজ সকলের চোখের মণি,
সবুজের মাঠে সবুজ হতে আয় অল্পখানি।
যখন জ্বলবে আবার নব আলোর বাতি,
তখন না হয় ফিরবি তোদের আপন বাটি।