তুমি অনন্য তুমি প্রাণের হাওয়া
জীবনের এই সময় গুলো,
সৃষ্টিকর্তার দান।
নিজের ভালোবাসা দিয়ে রঙিন হয়েছো,
ভালোবাসি তুমি হাওয়া প্রাণ।
তোমার ঐ অপরূপ হাসিতে ,
খুঁজে পাই মিষ্টি ভালোবাসা।
তুমি জ্বলবে প্রদীপ হয়ে,
এই ভূবনের আশা।।
থেকো তুমি স্মৃতি হয়ে,
যেও না কভু ভুলে।
তোমার ভালোবাসায় সেজেছে ভূবন,
পৃথিবী আজ দোঁলে।
জীবনে আসবে সুখ ও আঘাত,
অনেকে যাবে ছেড়ে তুমায় একা করে,
ভয় পেও না যেতে হবে বহু দূর
এগিয়ে নিয়ে যাবো তোমার হাতটি দরে।
কিছু মানুষ একদিন চলে যায়,
এটাই যে ক্ষণিকের পৃথিবীর নিয়ম,
যে চলে যায় সে বড় অভাগা,
সে জানে না বন্ধুত্বের যতন।
কষ্ট না পেয়ে হাওয়া প্রাণটি হাসবে,
এই ভূবনের প্রদ্বীপ জ্বলে।
তোমার তুলনা তুমি নিজেই,
প্রিয় লক্ষীটি তুমি হাওয়া বলে।
জন্ম থেকে চিরকাল হাওয়া,
থেকো সবার আশার আলো হয়ে।
জয় করে দেখিয়ে দিবে,
সবকিছু একদিন দ্বিগুণ সুখ হয়ে ফিরে।
তুমি থেকো নিড়ে আর এই স্হান,
যা তুমাকে দিয়ে যায় সম্মান।
তোমার বিশ্বাস হয়ে থাকবো ভূবন জুড়ে,
রেখো আমাদের বন্ধুত্বের মান।
এমন করেই হাসবে হাওয়া তুমি,
লক্ষ্য তোমার অটুট।
হাওয়া তুমি প্রিয় অনন্য।
দেখবো আমরা তোমার হাসিময় মুখ।
শক্তি ও প্রত্যয় নিয়ে এগিয়ে যাও,
রুখবে না কেউ থেকো না তুমি ভয়ে।
তোমার জীবনে সুদিন আসবেই।
দেখা হবে বিজয়ে।।
সবাইকে নিয়ে সুখে থেকো,
ওগো আমার ভালোবাসার প্রিয়া।
তোমার হাসিতে হাসবে ভূবন।
তুমি অনন্য তুমি জীবনের হাওয়া।।