তুমি আমার মা
তন্ময়
কোথায় তুমি মা,
জীবন ভরে তুমায় দেখি
মন যে ভরে না।
তুমি আমার মা।
তুমার জন্য পেলাম আমি,
সারা দুনিয়া।
তুমি আমার মা।
আঁচল দিয়ে মাথার উপর
ছিলো তুমার ছায়া।
আজ আমায় একা করে,
কেমনে ছাড়লা মায়া।
ভালোবাসার এই দুনিয়ার,
কেউ যে কারো না।
তোমার জন্য পেলাম আমি,
সারা দুনিয়া।
তুমি আমার মা।
আমার কাছে তুমি যে মা,
চাঁদের চেয়ে দামী।
তাকিয়ে দেখ একবার মা,
তোমার ছেলে আমি।
সারা জীবন তোমার কাছে
শুধু থাকতে চাই।
তোমার পায়ের নিচে মাগো,
দিও আমায় ঠাঁই।