পৃথিবীতে কে আছে
সমাজের ধন।
মেয়েরা বুঝা নয়,
রক্তের বাধন।
পৃথিবীতে শেষ নাই
ভালবাসার ঠাই।
পৃথিবীতে বোঝা নয়,
আজকের মেয়েরাই।
সর্ব সময় সব মাঝে,
আজকের নারী।
কোন কাজে কম নহে,
আজকের বীর নারী।
এখনি সময় যাচ্ছে দেশ।
নারী দের নিয়ে।
আঠারোর আগে নয় যে।
কোন নারীর বিয়ে।
বাংলাদেশের নারী তোমরা,
বিশ্বে অহংকার।
পৃথিবী তে তুমাদের নাম,
স্বর্ণের অলংকার।
গর্ব মোদের বাংলার নারী,
এই পৃথিবীতে।
তোমরা যে সোনার নারী,
বাংলার মাটিতে।
তাই তো আজ সালাম জানাই,
আমরা হাজারো ছেলে।
বিশ্ব টাকে গড়বো মোরা
আমরা সবাই মিলে।
তাই তো আজ শপথ করি,
নারী দিবসে।
সব কিছুতে থাকব আমরা,
সবাই মিলেমিশে।।