জীবনের শুরু আছে ও শেষ,
এই পৃথিবী থাকার জায়গা নয়।
জীবনকে এমন ভাবে তৈরি করো,
মৃত্যুর পর থাকে না যেন ভয়।

জান্নাতি মানুষ আমরা,
পৃথিবীতে এসেছিলাম জান্নাত থেকে।
সবার বাঁধন ছিন্ন করে চলে যেতে হবে,
মায়া ভরা পৃথিবীকে রেখে।

এই দুনিয়া থাকার জায়গা নাই,
মৃত্যু সবার জন্যই নির্ধারিত।
দুনিয়ায় যারা ইসলাম কে অক্ষুণ্ণ রেখেছে,
কবর জীবনে সেই মানুষ গুলো হবে না ভীত।

সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা,
ধর্ম আমাদের ইসলাম।
কালেমার শান্তির পতাকা তলে এসো মানুষ,
মৃত্যুর পরেও থাকবে তোমার দাম।

ক্ষণিকের এই পৃথিবীত থেকে,
যেতে হবে অন্ধকার করবে।
মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না,
যেখানেই লুকিয়ে থাকো যেতে হবে মরে।

আমাদের দেহের প্রাণ ভমুরা নিয়ে,
যেই ফেরেস্তা কেড়ে নিতো দেহের প্রাণ।
মৃত্যু থেকে সে নিজেও মুক্তি পাবে না,
তুলে দিতে হবে আল্লাহর কাছে তার জান।

কি আর হবে ভেবে সবার,
অন্তরে গেঁথে নাও আল্লাহর ভয়।
কবর হলো আখিরাতের প্রথম ধাপ,
সেখানে হবে তোমার জয়।

তাই আর না ভেবে প্রবেশ করো,
শান্তির ধর্ম ইসলামের পতাকা তলে।
তোমরাই হবে শ্রেষ্ঠ মানুষ,
বিশ্ব নবি (স:) এর উম্মত বলে।

আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে,
দিয়ে দিন আপনি আমাদের নাজাত।
মৃত্যুর পর সবার শেষ ঠিকানা হোক,
চির শান্তির দশ পৃথিবীর সমান জান্নাত