একদিন যদি চলে যায়,
আমার জন্য শূন্য হবে ভূবন।
পৃথিবী থাকার জায়গা নয়,
ভূবন ছেড়ে যেতে চাই না মন।
আমি ছিলাম শ্রেষ্ঠ পাপী,
পাপের যে আমার নেই শেষ।
আমার অপূর্ণতায় ক্ষমা করো,
যারা ছিলে আমার জীবনে বিশেষ।
এসেছিলে এই জীবনে ও বন্ধু,
স্বার্থের বেলা শেষে গেছো ভুলে।
আমার অপূর্ণতায় ভালো থেকো,
জীবনের তরে জীবন যাবে চলে।
ভালো লাগা ভালোবাসা,
কিছুই যে আর আপন নয়।
আমার অপূর্ণতায় সব শূণ্য হবে,
জীবনে যা পেয়েছি সবই অভিনয়।
পৃথিবীর মানুষ তোমরা শোন,
এই জীবনে কেউ না কারো আপন হবে।
আমার অপূর্ণতায় ভালো থেকো সবাই,
জীবনের পরিণয় একদিন শেষ হয়ে যাবে।
বিদায় সবার জন্যই কষ্টের,
বিদায় কে নিতে হবেই সবার।
আমার অপূর্ণতায় সবাই থাকুক সুখে,
জীবনে এগিয়ে চলো দুর্বার।
এমন জীবন তৈরী করো তুমি,
তোমার অপূর্ণতায় কাঁদিবে ভূবন।
অপূর্ণতায় তোমাকে খুঁজবে সবাই।
মনে করে তোমাকে সারাক্ষণ।
প্রতিটি মানুষ যারা ছিলো জীবনে,
প্রভু তুমি তাদের দিও শান্তির ঠিকানায়।
সুখে থাকুক প্রিয় মানুষ গুলো,
আমার অপূর্ণতায়।