এই যে রমনী তাকাও একটু,
দেখবো তোমার মায়া ভরা চোখ।
তোমার ঐ চোখে মায়া খুঁজে পাই,
পাই খুঁজে স্বর্গের সুখ।
জীবনে মরণে তুমি আছো,
থাকবে অনন্ত কাল পাশে।
আকাশের পালে না তাঁকিয়ে আমায় দেখ।
আমি আছি সব সময় তোমার কাছে।
তোমার কালো চুলে আছে স্নিগ্ধ সুবাস,
হাত লাগানো চুলে যাওয়া।
তোমার ঐ কপালে সিঁথি সিধুর।
ধন্য আমি কলিজা হিসাবে তোমাকে পাওয়া।
তোমার তাঁকানোর রহস্যে মহিয়ান আমি,
যদি থাকতে নিরালায় কাছে।
দূর আকাশের তারার আলো হয়ে,
আসতাম তোমার পাশে।
ভুলে যেও না বন্ধু আমার,
আমি আছি ভূবনে যতক্ষণ।
পৃথিবীর মায়ার পরশে আমাদের সম্পর্কের,
হবে না কোনদিন মরণ।
তোমার বুকের অনুভবে যত মায়া,
রেখো আমায় সারাজীবন আপন করে।
আকাশের নিচে যত ভালোবাসা,
পুষ্পরিত হোক গানের সুরে।।
তুমি লক্ষী সোনা তুমি জান,
তুমি আছো আমার হৃদয়ে।
প্রিয় বান্ধবী থেকো তুমি,
আমার আকাশের তারা হয়ে।