খোদার পরে তোমার স্হান,
দিলাম আমি মা।
তুমি ছাড়া পৃথিবী তে,
কিছু আপন না।
পৃথিবীর আলো যে।
তুমি তো দেখালে,
তুমি ছাড়া এই দুনিয়ায়,
থাকব কী করে।
মায়া ভরা পৃথিবীতে,
আপন ছিলে তুমি।
তুমি ছাড়া এই দুনিয়ায়,
থাকব কেমনে আমি।
দু চোখের দৃষ্টি,
যায় যত দূর।
মায়া ভরা মুখটা যে মা।
কতই না মধুর।
মায়া ভরা মুখটার দিকে,
যখন শুধু চায়।
পৃথিবীতে তুমি ছাড়া,
আপন কিছু নাই।
যখন তুমি মরে যাবে,
একা থাকব আমি।
এতিমের মত কাঁদতে থাকব,
সারা দিবে না তুমি।
একলা ঘরে থাকব আমি,
কেউ থাকবে না পাশে।
আমায় তুমি ক্ষমা কর,
থাকব কবরের পাশে।