গড়তে চাই আমরা সুন্দর পৃথিবী,
থাকবে না বৈষম্য সমাজ।
বিজয়ের মাঝেই মুক্তি মানায়,
আমরা হবো না কারো দাশ।

শৃঙ্খল ভেঙে রক্ত দিয়ে,
আসে যে স্বাধীনতা।
সেই ইতিহাসে লিখা থাকবে,
বিজয় মুক্তির কথা।।

হঠাৎ একদিন আনমনে পরিচয়,
পরাধীন থাকা ছেলের সাথে।
ভালো লাগা ও মায়া বেড়ে যায়,
দুজনের বুঝার মাঝে।

কে জানতো এই সম্পর্কের মাঝে,
আসবে ছাত্র মুক্তির ডাক।
লড়াই করেই ছাত্রসমাজ,
স্বাধীনতা পাক।

সত্যের জন্য লুকিয়ে বের হওয়া,
সেই মেয়েটি যায় লড়াই সংগ্রামে।
পরাধীন থাকা সেই ছেলের হাত দরে
দাবী আদায়ে যায় লড়ে।

একদিন পরই আসলো সেই মহাক্ষণ
ফিরে এলো প্রাণের স্বাধীনতা।
কোটি জনতা আনন্দে মাতে,
ভেঙে যায় সেই পরাধীনতা।

ছেলেটা সে দিন রাতে আবদার করে
তুমি যদি হও মুক্তি আমি হবো বিজয়।
মেয়েটা সাথে সাথে সম্মতি জানাই,
আমরা একসাথে করেছি জয়।

বিজয়ের মাঝে মুক্তি থাকুক,
এটাই শেষ চাওয়া।
বিজয় বড়ই ভাগ্যবান,
লক্ষী  হিসাবে মুক্তি কে জীবনে পাওয়া।