বৃষ্টি এখন আর গায়ে মাখিয়ে হাটোনা
ঝরের শোরে এখন আর ভয়ে কাপোনা,
নাকি বৃষ্টি ছুয়ে দেখোনা আমি বৃষ্টি বলে
বাতাস গায়ে মাখোনা আমি হাওয়া বলে?

বৃষ্টি,হাওয়া এড়িয়ে যাবে?
কিন্তু নিশ্বাস,বিশ্বাস, প্রতিটি ছোয়াতে
তোমার ভিতরেই আমি
একাকার তুমি আর আমি।