সবাই যেন চাচ্ছে তাদের নিজের আলো দিয়ে রং খুঁজে পেতে,
হারানো রং গুলি ফিরে পেতে।
এবার নদী ও কাঁদছে তার আপন ঢেউয়ের জন্যে।
আকাশটি তবে মেঘে ঢাকা হয়েছে
কবে হঠাৎ বৃষ্টি দেবে সে বলতে পারে না।
তবে বলতে থাকে বৃষ্টির পরে আপন রংধনু পেতে চাই।
কুয়াশার জন্যে সূর্যও তার আলোটিকে খুঁজে পাচ্ছে না।
রাস্তাটি তার গতি হারিয়ে বেঘোর হয়ে কাঁদছে,
মানুষের ভিড়ে বিধ্বস্ত হয়ে কাঁদছে সে।
বিনিদ্র জ্যোৎস্না যেন তার আলো হারিয়েছে
সে কাঁদছে তার প্রকৃত প্রেমের জন্যে।
তেমনি একটি খাঁচার পাখি,
যে ভোরের আলোয় তার স্বপ্নের কক্ষ খুঁজছে।
হ্যাঁ,সেও তার আপন আলোয় তার রং খুঁজছে।