তুমি কি জানো
ভালোবাসলে কি হয়?
ভালোবাসলে মা মরে যায়,
মানুষ গৃহহারা হয়,
ভালোবাসলে বন্ধাত্ব্য কৃষ্ণচূড়ায়,
ভালোবাসলে ছেড়ে যেতে হয়!

ভালোবাসার আগে
মা দাঁড়িয়ে থাকে গেটের কাছে
এমন স্রোত থাকে পায়ের নিচে
যথেচ্ছা বয়ে  যাওয়া যায়!
ভেবেছো ভালোবাসা অনন্ত ছুটি,
ফুরোবার নয়!
ভালোবাসা কি বৃক্ষ এমন
কাটবে যতো বাড়বে তেমন!
শাখায় শাখায় ঝুলে যাওয়া অর্কিড,
কামুক মাধবীলতার ঝার
অথবা ছলনাময়ী ধাইরার
আঁকড়ে ধরে বেড়ে ওঠা তদন্তহীন!

আগলে রাখোনি স্থিরতার ভয়ে,
তোমাকে চিরতরে পাওয়া যদি হয়-
সকল চাওয়া সফল হলে
বুঝি ঘূর্নন থেমে যায়!
এইতো এখানে আছো,
অপ্রেমে থেকে দেখো-
প্রেম রঙ প্রেতাত্মার মতো
পাথরে চঞ্চু ঘষে নিশ্চিন্তে থেকে যায়!
ভালোবাসা কী ভীষণ প্রশ্রয়!
গলার কাছে
একজনমের দলা পাকানো ক্ষোভ,
প্রশ্নহীন উষ্ণতার প্রশ্রবণে গলে নেমে যায়!

এই ক্ষয়িষ্ণু পৃথিবীর হয়েও
নাছোড়বান্দা প্রাণ আমি এক,
বছরের দীর্ঘতম রাত্রে নির্ঘুম,
চোখে চাওয়া নিয়ে প্রতীক্ষমান!
প্রতীক্ষমান মানে পিছিয়ে পরা নয়,
একদিন এলে মানুষ বুঝে যাবে।