বলেছিলে,
'সময় আছে তো!
এমন আঁচল বিছিয়ে রেখেছি,
এমন ধুম্রজাল-
শূন্যস্থান সারাদেশে!
পার হয়ে যেতে গেলে
এলোমেলো হবে,
তোমার অযুত বছর কাল
পার হয়ে যাবে!'
বলেছিলে,
'এমন আতর উড়াই বাতাসে,
নিস্তার নেই তোমার আশেপাশে,
আমার গন্ধ আলাদা করা যাবে!'
তারপর থেকে এলোমেলো,
ঘুরছি বাতাসে,
মানুষ হলেতো তোমার মতো
মানবী থাকবে পাশে!
আমি পাশবিক খালি গায়ে,
খালি পায়ে নীরবে
পৃথিবী হেঁটে যাই,
তুমি গন্ধ পাবে তাই
আমি ধুপ জেলে ছাইপাশ খাই!