তুমি এক দূরবর্তী সুর
সে সুমধুর শব্দতরঙ্গ ভেসে এসে
হৃদয়ে স্থায়ী হবার আগে
পৃথিবীর কর্কশ কিছু
সকল তরঙ্গ বিচ্ছিন্ন করে
আমারে ছুঁড়ে ফেলে সংসারে।
এই মহাকাশে,
কতোটা আকুতি নিয়ে
আঁকড়ে ধরে থাকা,
চার হাতপায়ে!
অথচ তুমি ছবি অস্ফুট
বারবার!
এখানে দূরত্ব মাইলের নয়
আলোকবর্ষে মাপা হয়।
পৃথিবীর ঘনিষ্ঠ কিছু নয়।
একবার দৃষ্টি ফেলে গেলে
অদেখা করতে পারিনা,
পোড়া মন, পোড়া চোখ,
ফেরাতে পারিনা।
তোমার প্রত্যুত্তরে
প্রতিফলিত আলো
চোখে ফিরে চাইবার আগেই
ফের ঘোর অন্ধকার!
তোমার আকৃতি
বুঝে ওঠা হয়না আমার,
আরো একবার জন্ম অসফল!
আমাকে ফিরিয়ে দেবার ফল,
তোমাকে-আমাকে
ফিরে ফিরে আসতেই হয়
পৃথিবীর পর,
প্রশ্নবিদ্ধ তোমাকে-আমাকে,
বারবার!