আধযাপিত দিবসের সূর্যঋন,
এ রেখে চললে কোথায়!
ডানা ছেড়ে অবকাশে, আকাশে!
এ ঋন মাটিতে শুধতে হয়!
নাহলে বরাদ্দ শিশির ঘাসের ডগায়
দিনভর প্রতীক্ষার পর
মাটিতে শুকায়!
এই বাংলা কতোবার
নিভৃতচারী জীবনানন্দ হয়!
এই প্রকৃতি নামধারী কপটাচারী
হয়ে ওঠেনি এখনো!
আমিও কবিতা খুঁজে পেয়ে
মাঝরাত্তিরে আর্কিমিডিস!
তোমার উপযুক্ত শব্দ উচ্চারণের পর,
ইউরেকা বলে ঘুমিয়ে যাইনা,
ইউরেকা মানে তোমাকে পাইনা!
প্রতিশ্রুতি ফাঁদ নয় কোনো,
যা কিছু তোমার নামে ছিলো,
নিয়ম ভাঙেনি কেউ!
শীতের সাদা প্রহরা ফুরালে
কাঁচা হলুদ রঙে
বসন্ত প্রকট হয়,
ভালোবাসা উদাসী হয় এখনো!
শালিকের পায়ে ও ঠোঁটে
কে জানি
পলাশরঙা বৈরাগ্য এনে দেয়!
যে চাঁদ জোৎস্নায় ভাসায়,
সূর্যাধিক্যে ভোর হলে
মনে হয় ডুবে যায়, মরে যায়!
ভালোবাসা নরম আলো,
মরে না, লুকিয়ে থাকে!
ভালোবাসা পথ খুঁজে নেয়,
নদীওতো কখনো নরম হয়!-
শ্রোতরহিত, বন্ধ্যা হয়না।