শূন্যতা
-রঞ্জন মিত্র
ব্যাথার বরফ জমলে বুকে
মনটা যখন কেমন করে
স্বজল চোখে চাওনা তুমি
দূর আকাশে-
ভোকাট্টা সব ঘুড়ির পানে?
সুতো ছেঁড়া লাটাই হাতে
সূত্র খোঁজো শূন্য মাঝে?
আমি তাকাই নিজের দিকে
চিবুক ঝোলে বুকের কাছে
ঠিক যেখানে বুকপকেটে
মুঠোফোন আর খুচরো রাখো
পুরনো চিঠি, শুকনো গোলাপ
আর বরুনার রুমাল রাখো...
আমার ওসব কিছুই নেই
আমার খালি শূন্য আছে!
যখন আমার শূন্য লাগে
হাতরে বেড়াই বুকের কাছে
যেখানটাতে পাঁজরবন্দী
হৃদয় থেকে পাকস্থলী
খুব গোপনের অলিগলি
ভালোবাসা, দুঃখ ও সুখ
রাগ অভিমান, অশ্রু, অসুখ...
আমার ওসব কিছুই যে নেই!
হাতরে বেড়াই বৃথা বৃথাই
স্মৃতির গোলাপ মিথ্যে প্রলাপ,
বরুনা নেই, রুমালও নেই
রক্তে-মাংসে আমিও নেই....
আমার কাছে শূন্য আছে,
সুবিশাল এক শূন্য আছে,
আমার কিসে শূন্য লাগে!