যা কিছু সামলে রাখা যায়
প্রেম নয়,
প্রেম অন্যকিছু!
বিপরীত স্রোতে ভেসে গেলে
প্রেম হয়,
প্রেম অন্যকিছু!

একদিন
প্রেমহীন থেকে দ্যাখো
সাম্রাজ্য পাবে হয়তো,
রাজা নয়,
প্রেম অন্যকিছু!

প্রেম সাধারণ শব্দ নয়!
ঠোঁটে উঠে এলে
গান হয়!
প্রেম সয় সবকিছু,
রবীন্দ্রনাথ হয়,
প্রেম অন্যকিছু!

নদী যদি বুকে প্রেম বয়
সত্যি না হলে নদী মরে যায়!
প্রেম শুধু শরীর নয়
দূরবর্তী থেকেও প্রেম হয়,
অপ্রেমে প্রেম তীক্ষ্ণ তেজ দেয়!
প্রেম অন্যকিছু!

প্রেমহীন মরে গেলে একদিন,
কবি হবো।
মানুষতো মরে যায়,
প্রেম মরে না,
আমাদের সামলে রাখা দায়-
আমি ও কবিতা!
প্রেম হলে অন্যকিছু হয়,
প্রেম অন্যকিছু!