তোমার চোখ আজ কৃষ্ণগহ্বর
তোমার অধিক শূন্যতা নাই হারাবার!
মেঘ নাই জলজ তোমার মতো আর
একবার বৃষ্টি নেমে এলে
পৃথিবীর চারভাগ জলে!
নিঃশ্বাসে পোড়াও
ওড়াও পালক যতদূর,
শঙ্খচিল অত দূর চেনে নাই!
আমার মতো জ্বলে
এমন দাহ্য এই ভূগোলে আর কিছু নাই!
এক মেঘ চুল দিয়া আকাশ আড়াল করো
আর আমি তোমার সব কেড়ে নেয়া
একাকীত্বকে ভালোবেসে আছি,
আমার ক্ষরন ঢাকবা কি দিয়া?