যদি পেতাম
পৃথিবীর একটা দিন
আমাদের মতো করে
একেকটা সেকেন্ড
ফোঁটা ফোঁটা শিশিরের জল
আমার সমুদ্র হতো এতদিনে
বলেছিলে
ভালোবাসা ফুরোবার নয়
অনন্ত অবধি যায়.... আপটু এন
অথচ এখন সময়
অসহায়
বেঁচে থাকা ঘড়ির কাঁটায়
ইস্
যদি রাখা যেতো ধরে
চোখের কোনে
আঠালো নাছোড়বান্দা ঘুম
আর সাদাকালো স্বপ্নের জোনে
একবার ফিরে তাকালে
আটকে যেতে
ঘুমচোখ ফরিঙ ফাঁদে
প্রশ্রয় না পারো
অযোগ্য করোনা
কবিকে প্রশ্নবিদ্ধ করোনা
কবি অবাধ্য
কবির কোন যতি চিহ্ন নেই
শ্রীহীন শব্দগুলো
অসুখের মতো
অবান্তর আহত করে
তবু কবি ও কবিতার দায়
নিয়তির দোষে সবসময়
তুমি অব্দি হেঁটে যেতে হয়
শহর ফুরিয়ে যায়
এ শহর কবিতা নয়
এ শরীর কবি নয়
মানুষ যদি হয়
ঘুম চায়
ওম চায়
তোমার নিস্তার নয়