আমাকে জিজ্ঞেস করোনা,
যদি সত্যি হও,
তুমি জানো,
পৃথিবীর সবচেয়ে সুখী মুখের সাক্ষী তুমি!
যেই ঠোঁটে সবচেয়ে বেশি সত্যি উঠেছে,
সেই ঠোঁট মিথ্যে বলার চেয়ে
বরং নিশ্চুপ থাক আজ।
তোমার সুখ চেয়ে নীরব অধঃপতন,
এ নীরবতা আমার
সম্মতি মেনে নাও।
টেনে হিচড়ে দাঁড় করাও
সেই সমতলে, কাঠগড়ায়-
যাদের পাঠে প্রেম মানে পাপ!
আমাকে অপরাধী করো-
আপত্তি নেই,
তোমাদের পৃথিবীর অযোগ্য-
অপ্রকৃতিস্থ বলো!

তোমার উস্কানিতে
একবার প্রজ্বলিত হলে
নির্লিপ্ত হবার জল,
তোমার হাত ছোঁয়ার ছল,
তোমার কাছেই চাইতে হয় ফিরে!
হে তীব্র আগুন মুখাগ্নির,
আমার মৃত্যু চাও!
আমাকে নির্বাসন দাও,
পৌঁছে দাও চিরশীতল দেশে!
উথলে ওঠা ভাতের দোহাই,
হে ক্ষনিক উষ্ণতা,
হে প্রেম নির্জন,
নির্লজ্জ করো,
ওম চাদরে ঢেকোনা আর।