ডিজিটাল জঞ্জাল আর
নেট জ্যামে পৃথিবী গোল্লায় গেছে!
শুধু তুমি-আমি রয়ে গেছি
প্রাচীনপন্থি, টেলিপ্যাথি,
মনে মনে গুনগুন!
বেঁচে থাক মৌমাছি,
ধ্বসে যাক মোবাইল টাওয়ার যত,
এরপর একে একে মরে যাক নম্বরগুলো,
ডিজিটাল আইডেনটিটি!
আক্ষরিক মরে যাই তুমি-আমিও,
শুধু আকাশের নিয়মে নক্ষত্রের বেঁচে থাকা থাক।
মানুষ পৃথিবী পেরিয়ে পৃথিবীর খোঁজে
মহাশূন্যে গেছে,
তোমার মতো মধ্যাকর্ষণ মায়া পেছনে ফেলে!
এসো মরে বেঁচে যাই,
এসো মহাশূন্যে নৈঃশব্দ থেকে দেখি,
বাস্পিভূত ক্ষোভ জমে কিনা আয়নাগুলোয়,
পারস্পরিক আক্ষেপ আমাদের
গায়েবানা শব্দের মতো
কানে ভেসে আসে কিনা!
যেই ক্ষনিক চাঁদের আলোয়
পৃথিবী ভিজে যায়,
শুভক্ষনটা জানিয়ে তারপর
গুটিয়ে নিও রাত।
চেনা সবুজের গুল্মলতা,
তোমার অবশ ঝুলে থাকা হাত,
মাথা পেতে থাকি
অপ্রয়োজন ছুঁয়ে দিও,
পাতা ঝরার আগে
জানান দিও।
পিত্তথলির জমে থাকা তিক্ত স্বাদ
উগড়ে দেয়ার আগে,
ঘষা ভালোবাসার নামে
থেমো একবার!
কতোটা প্রাণ হলে
বেঁচে থাকা যুক্তিসঙ্গত হয়,
জানান দিও।