যারা তোমার অমৃত স্বাদে ছিলো,
তারা চলে গেছে স্বাস্থকর মধুচাক সন্ধানে!
তোমার নদীটাও আজ বেঁকে গেছে,
স্খলন খোঁজ শিখে নিয়েছে হৃদয়!
আমি যেই, সেই!
আমার পৃথিবীর বাঁকা হয়নি কিছুই!
আমি বোকা ভালোবেসে
সেই পুরনো জলজ বিশ্বাসে
প্রতিশ্রুতির আঙুল ধরে রয়ে গেছি।
আমি তোমার পিছু হটার সময়
চোর কাঁটা হয়ে গায়ে জড়ানো
শাড়িতে গেঁথে গেছি!
এখানো অস্থির সময় যদি আসে,
তুমি আর রবীন্দ্রনাথেই স্বস্তি খুঁজি,
নির্লিপ্ত, আসেপাশে!
এখনো জমানো ক্ষোভ,
তোমার এক বৃষ্টিতে ধুয়ে যায়!
এখনো আমার বাংলাদেশ শুনলে
মন কেমন করে!
এখনো শুভ্রতা মানে শরতের মেঘ,
সাদা কাশফুল!
এখনো বসন্ত হলুদ রোগ!
এখনো পলাশ শুনলে
চোখে জল আসে!
এখনো শিশিরে শেফালী
পা আঁকড়ে ধরে,
এগোতে পারিনা!
যতোই পরবাসী করো,
আমাকে জলমগ্ন রেখে
আকাশে উদাসী হও,
আমি এই মানচিত্র পেছনে ফেলে
এগোতে পারিনা।