আমি সেকেলে বিজ্ঞাপনের মতো,
পুরনো রেডিওটা যেন,
তোমার চারপাশে ঘুরে ঘুরে বাজি-
আমি আদি, অকৃত্রিম, মজবুত...
এক ভালোবাসায় জীবন পার!
আমার আর কোথাও কোন শাখা নেই,
আমার তো আর দাঁড়াবার জায়গা নেই!
আমি নতুন পাখা গজানো পতঙ্গের মতো
তোমার চারপাশে ঘুরে ঘুরে উড়ি,
এক জীবনের সাধ,
এক ঝাঁপ তোমার আগুনে পুড়ে মরি।
আর কোন উপলক্ষ মনে পরেনা
তোমাকে চাওয়ার...
নিঃশ্বাসে আসো যাও, এই জানি।
তুমি বরং নির্লিপ্ত থাকো,
বছর ঘুরে এলে বালুঘড়িটা উল্টে দাও,
তারপর হেঁটে যাও।
পায়ের নিচে দূর্বা ঘাস হয়ে থাকি,
নরম ঠেকছে নাকি!-
উপরে তাকাও,
আরও উপরে,
জলজ মেঘের আকাশ হয়ে আছি!
বাতাসে তোমার গন্ধটাই খাঁটি,
আর কোন প্রলুব্ধতা চোখে পরেনা।
শুধু চেনা তিল বাতিঘর আর
একনদী চুল ঘ্রান বরাবর
চোখ বন্ধ করে হাঁটি!