শ্রেষ্ঠ সময়ে তোমাকে পাইনি
অথচ তুমিই ছিলে শ্রেষ্ঠ সময়!
তোমাকে লক্ষ্য করে হাঁটিওনি
তবু সম্মোহিতের মতো
তোমার পথেই এসে গেছি বারবার!
কি তোমার চোখের চাহনি!
মুগ্ধতা ছিলো কিনা জানিনা
ক্ষরন সয়েছি, দহন!
অন্তঃপুরে বাসা বেঁধে
দমন করে গেছো সুনিপুণ!
আমিও খামচে ধরে রেখেছি সময়,
অবাধ্য বালক!
বুঝিনি এ রাত্তির ফুরোবার নয়।