তুমি বললে, 'যাই'!
পিছু ফেরা ডাক অগ্রাহ্য করে
দৃষ্টিসীমা অতিক্রম করে গেছো,
খালি চোখে আর দেখা যায়না,
হৃদয় ক্ষরন
হৃদয়ে ডুব দিয়ে দেখতে হয়।
আমি যেন কি!
তোমার ভাষায়, 'যাচ্ছেতাই'
আমার লেখার টেবিলে যেমন
এলোমেলো পরে আছো, থাক!
যেমন যাচ্ছে যাক,
আমি প্রস্তুত নই এ জনমে,
আমি ঐ নির্মম সত্যটা শুনতে চাইনা!
তুমি নিঃশব্দে শব্দসীমা পার হয়ে যাও,
দূরভাষে তোমার কন্ঠ শুনতে পাইনা,
তোমার নিঃশ্বাস কানে এসে লাগে!
কি যন্ত্রনার ঐ না বলা কথার ছুরি,
আমাকে তেষ্ঠাতে দেয়না!
তারচেয়ে ভালো, শব্দহীন মহাশূন্যে ধাও,
এমনকি সময়সীমা পার হয়ে যাও।
খুব বেশি পিছিয়ে পড়িনি,
মরে যাওয়ার মতো একঘুম,
পরজন্ম অবধি পিছু পিছু,
জেগে উঠে বুঝে নেব সময়!
আমার রূপকথায়
তুমি দুইবেনী বালিকা হয়ে থাকো
এক বহতা নদী
আর চিরশরতের কাশবন ঘেঁষে।
আমার জন্য যোগ্য কোন শব্দ ও ঠোঁটে না উঠুক,
জন্মজন্মান্তরের শ্রেষ্ঠ বাক্য, 'ভালোবাসি,'
তোমার ঠোঁটে দৈববাণীর মতো বাজুক!
আহা, ভাঙা রেকর্ডের মতো বাজুক!
যে পৃথিবীতে আপাতঃ অযোগ্য করেছো,
নশ্বর দেহ তাই, পুড়ে হবো ছাই!
এই পৃথিবীর সংগীত শুনিনা,
পরজন্মে দেখা হবে, বাই!