বসন্তে বৈরাগ্য বারণ,
এবার বসন্তে তুমি উদাসী বরন!
কোকিলের ঠোঁটে প্রশ্ন রেখে যাবো,
ডেকে ডেকে শ্বাস ফুরিয়ে হতাশ হবো,
আমিও বসন্তের হাত ধরে সন্ন্যাস নেবো,
এরপর উভয়ের গেড়ুয়া ধারণ!
পলাশে-শিমুলে শালিকের
ঘর বাঁধা আয়োজন ফুরায়,
পাতা ঝরে গেছে দেখে
গাছে বাঁচা পাখিরা
সিদ্ধান্ত নেয়-
বসন্ত বিয়োগের দিন,
হলুদ বসন্ত রোগ!
এইসব দিধাদ্বন্দ্বে
বৈশ্বয়িক উত্তাপ বাড়ছে শুধু,
আমরা এক অস্বাস্থ্যকর আগুনে পুড়ে খাক!
হয়তো এ সময়ে আঁচ বাঁচিয়ে চলা সমিচীন,
হয়তো বিক্ষুব্ধ হৃদয়
একপেশে করে রাখা ঠিক হয়!
চলো নাহয় মিথ্যে হলাম,
ক্ষতি কী?
এই বসন্তে সকল আগুন প্রতিকী!
চোখ নামিয়ে তুমি-আমি
বেশুমার মিথ্যে বলি!
তুমি-আমি এ যুগের কিছু নয়,
আমাদের ভালোবাসা এ যুগের নয়!
হয়তো সবুজ ঘাস পুড়ে গেছে,
মাটিতে যা পড়ে আছে-
ক্ষরণ নয়,
অসফল শিমুলের লাল!
আমরা সময়ের বলি!