সময়কে ফ্রেমে বন্দী রাখার পৃথিবীর প্রয়াস,
যে দলছুট হয়,
এক কোনে তুলে নেয় ভিন্ন গেলাস!

এই শেষ পান,
কথা ছিলো আমার প্রস্থান!
শেষ ভোঁ,
তরী ছেড়ে যাবে ঘাট!
বিদায় ভাষা হারা,
সবাই নিশ্চুপ হবে,
চুমুক ভুলে
হাতে হাতে কফি কাপগুলো
শীতল হয়ে এলে,
শোক শিথিল হবে,
তাড়াহুড়োয়!

কেবল একজন,
তাঁর কাপে
চুপে চুপে ভিন্ন স্বাদ-
শেষ উত্তাপ সে নেয়,
স্বার্থপর চিতায়!