বেহিসেবি ভালোবাসলে,
একদিন দেখে নিও
পৌরকর বসবে!
কারো নামে নিঃশ্বাস ঘন হলে
মিটার বসবে বাতাসে,
বাতাস কি ফাও নাকি!
তোমার অগোচরে
হৃদয় ফেলেছি যদি অন্ধকারে,
তুমি তুলে না নিলে,
রাস্তায় দাগ থেকে গেলে বিপদ!
ঠিক সময়ে এসে হাত না ধরলে,
অযথা ফুটপাথ দখলের দায়ে
পুলিশ এসে হাতে ধরিয়ে দেবে
অন্য হিসাব!
প্রতীক্ষায় পুড়ে গেলে তো কথাই নেই,
অযাচিত মনপোড়ার দায়ে যাবজ্জীবন!
তাই বলছি,
বেপরোয়া নাগরিক করোনা!
যত্ন করো,
এমন ভালোবাসা দাও,
যেন ক্ষত বেয়ে গড়িয়ে না পড়ে,
ভালোবাসা কখনো যেন উদ্বৃত্ত না হয়!
হাত পেতে
তোমার ভালোবাসা পেতে
কেউ যেন আর উদ্বাস্তু না হয়!
যেন কারো চোক্ষগোচড় না হয়,
কোন মেঘ দেউলিয়া না হয়,
বৃষ্টি ও চোখের জল
একাকার হোক,
আমার বুক যথেষ্ট না হলে,
মানিক মিয়া এভিনিউর
চওড়া রাস্তায়
যেন মিশে যেতে পারি-
আমি যতো কালো,
আমার চেয়ে কালো,
জমকালো পিচের রাস্তায়!
হঠাৎ হাত ছেড়ে,
ওপাড়ে ভিড়ে মিশে
একলা করোনা মাঝরাস্তায়!
পয়েন্টভিত্তিক বেঁচে থাকা হবে এরপর,
কারো হৃদয়ে উষ্ণতা বাড়িয়ে শীতল হবে!
আগুন ছুঁইয়ে দুই মেরুর বরফ গলাবে,
তারপর নিশ্চুপ রবে,
নিবৃত্ত করবে সচল মেঘ!
অতিবৃষ্টি বা খরার প্রকটে,
পৃথিবীর পরিবেশগত ভারসাম্য লঙ্ঘনের দায়ে,
তোমার নামে জি-এইট সভা বসবে,
ক্ষতিপূরণ দিতে দিতে ফকির হবে!
তাই বলছি,
শুক্র, শনি, রবি
এই তিনদিন চুটিয়ে ভালোবাসো!
আর বাকি চারদিন?
মেঘের আগল খুলে রেখো,
হোক বৃষ্টির দিন,
চারদিক অন্ধকার করে ঝোরো!
মনে রেখো,
ভালোবাসা ছুটিতে যায়না,
ভালবাসা অবাসা করা যায়না!
মনে রেখো,
ভালোবাসা এমন ঋন,
একবার বেসে ফেলে
মাটিতে ফেলে রাখা বিপদ!
নিয়ন্ত্রণহীন ভালোবাসা
চক্রবৃদ্ধি হারে
বারে হাজার গুণ!
ভালোবাসাহীন ঋণগ্রস্ত বাঁচার চেয়ে
ভালোবেসে মরে যাওয়া ভালো,
স্বর্গ পাবে একদিন!