প্রদীপ না জ্বালো
ছায়াটাই রেখে যেও।
ঠিকানা না দাও
জানালায় নিষেধ লিখে দিও!
নিঃশ্বাস নিঃস্ব হয় হোক,
বাতাস রদ করে দিও।
যোগ্যতাহীন করো,
তোমার যজ্ঞে সৃষ্ট যে মেঘ,
সেই মেঘে দূরত্ব রেখে দিও,
ছায়াটুও দিওনা!
চাঁদ যেন ভুলেও
জোনাকিকে মায়ার আলো বুঝিয়ে না দেয়।
ঘাস যেনো স্বাক্ষী না হয়-
তোমার পিছু হঠার পথ
নিশ্চিহ্ন যেনো হয়।
সুখে রেখো না,
তোমার আঁচলে নীড়ের লোভ,
তোমার শোকে অসুখ,
আমার করে রেখে যেয়োনা!
আমাকে রেখে যেয়ো নির্বিষ,
ফুঁসে না উঠি!
আমাকে পাখি করো
আকাশ দিওনা।
আমাকে শুন্যতা দিও,
সমীকরণ দিওনা।
আমার ঘুম খুন হোক,
অসুধ হয়োনা।