তুই তাকাস কেন অমন করে, কি দেখতে চাস
কিসের আশায় নিজেকে নিজে পোড়াস?
আমার একলা একার গল্পগুলো কেন পড়তে চাস?
তোর আকাশের রামধনুকে আমার মেঘে লুকাস
আমার দুঃখের তক্তপোশে, কি তুই খুঁজে পাস!
ছাই ভস্মের এই আকাশে দিব্যি ঘুরে বেড়াস।
ভাঙ্গা স্বপ্নের সিঁড়িগুলো, তোর আলপনায় রাঙাস।
বিবর্ণ এই চোখের তাড়ায় বল তো, কি এমন খুঁজে পাস?
তোর ফাগুনের আগুন আভায় আমায় কেন পোড়াস?
পাগলি তুই খেপেছিস, আমার সাথে ঘর!
দুঃখ বিলাস আমার সাজে, তুই কেন হতে যাস?
ছন্নছাড়ার সাথে আবার কিসের সহবাস!
তোর জন্য শীতের সকাল নকশীকাঁথার ওম
ভোরের আলো নরম রোধ হিমশীতল বাতাস।
তোর জন্য ভোরের শিশির, মিছে কেন কাঁদাস?
তোর জন্য নীল আসমান, জোছনা গলা চাঁদ
তোর জন্য জল থৈ থৈ বর্ষা ভেজা রাত।
এখানে বিরান, তুই অন্য কোথাও যাস।